রাশিদ রিয়াজ : জম্মু ও কাশ্মীরে সংবিধানের ৩৭০ নম্বর ধারায় বিশেষ মর্যাদা খারিজ করেছে নরেন্দ্র মোদী সরকার। ভারতের এই সিদ্ধান্তের বিভিন্ন প্রেক্ষিত ও প্রভাব নিয়ে আলোচনা এবং পূর্বাভাসে বিশ্বের সংবাদসংস্থাগুলো ব্যাপক সমালোচনা করে। বিবিসির মতে, জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে সরকারের এই পদক্ষেপ ‘এযাবৎকালে সবচেয়ে গুরুত্বপূণ’। বিবিসি বাংলা বলেছে, মুসলিম প্রধান কাশ্মীরের চরিত্র বদলানই কি মূললক্ষ্য? …