মোহাম্মদ এ আরাফা : ডেঙ্গু মূলত ভাইরাস বাহিত একটি রোগ যা শুধু এডিস ইজিপ্টি নামে একটি বিশেষ মশার কামড়েই সংক্রমিত হয়। এডিস মশার গায়ের সাদা ছোপ ছোপ দাগ থেকে অন্যান্য মশা থেকে একে সহজে আলাদাভাবে চেনা সম্ভব। এই মশা ঘন জঙ্গলে থাকে না বরং মানুষের আবাসস্থলে যেমন ঘরে, চৌকির নিচে, পর্দার ভাজে, বেসিন বা কমোডের …