নোবেলের ‘জাতীয় সংগীত’ বিষয়ক কথাকে গুরুত্ব দেয়ার কিছু নেই
প্রকাশিত: ০৩ আগস্ট ২০১৯, ০৯:৪১
কুলদা রায় : নোবেলের বাবা মোজাফফর হোসেন নান্নু আমার সহপাঠী। একই স্কুলে পড়েছি। নান্নু খুবই শান্তশিষ্ট অমায়িক মানুষ। খুব সুন্দর গানের গলা ছিলো। হারমোনিয়াম বাজাতে পারতো না। কিন্তু গাইতো মিষ্টি করে। এখনো আমার কানে লেগে আছে ছেলেবেলায় নান্নুর গলায় শোনা গান… আমারে সাজাইয়া দিও নওশারও সাজে। স্কুলের অনুষ্ঠানে সেদিন উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী আব্দুল আলীম। এই …