You have reached your daily news limit

Please log in to continue


কাতার রেড ক্রিসেন্টের প্রতিনিধি দলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক

বাংলাদেশ সফররত কাতার রেড ক্রিসেন্টের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল (মেডিকেল টিম) ও  বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সাথে দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চলমান স্বাস্থ্যসেবা  কার্যক্রমসহ সোসাইটি পরিচালিত বিভিন্ন সেবামূলক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। আজ বিকাল ৩ টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মগবাজারস্থ জাতীয় সদর দপ্তরের চেয়ারম্যান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষে সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার, ভাইস চেয়ারম্যান ও আইএফআরসি’র গভার্নিং বোর্ডের সদস্য প্রফেসর ডা: মো: হাবিবে মিল্লাত,ব্যবস্থাপনা পর্ষদ সদস্যবৃন্দ, সোসাইটির মহাসচিব মো: ফিরোজ সালাহ্ উদ্দিন এবং কাতার রেড ক্রিসেন্টের রিলিফ ও ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট বিভাগের নির্বাহী পরিচালক ডা: মোহাম্মদ সালাহ্ ইবরাহীম এর নেতৃত্বে মেডিকেল টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।  সভা শেষে মেডিকেল টিমের সদস্যরা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পরিচালিত হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার বলেন, কাতার রেড ক্রিসেন্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির অন্যতম পার্টনার ন্যাশনাল সোসাইটি। সোসাইটির বিভিন্ন মানবিক সহাযতা কার্যক্রম পরিচালনায় দীর্ঘদিন যাবৎ তারা সহযোগিতা করে আসছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া জনগনের স্বাস্থ্যসেবা   নিশ্চিত করতে সহযোগিতা করে চলেছে কাতার রেড ক্রিসেন্ট। বান্দরবানের ঘুমধুম নামক স্থানে কাতার রেড ক্রিসেন্ট এর সহযোগিতায় পরিচালিত বিডিআরসিএস ফিল্ড হাসপাতাল তার অন্যতম দৃষ্টান্ত।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন