শাহরাস্তিতে এক রাতে কৃষকের ৭ গরু চুরি

মানবজমিন প্রকাশিত: ২১ জুলাই ২০১৯, ০০:০০

শাহরাস্তিতে এক অন্ধ কৃষকসহ দুটি পরিবারের সাতটি দুধেল গাভী চুরি সংঘটিত হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত ৩টায় উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউপির পরানপুর গ্রামের ভূইয়া ও মুন্সিবাড়িতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত গাভীর মালিকরা জানান, ওই গ্রামের মুন্সিবাড়ির মৃত আমিন উদ্দিন পুত্র কৃষক (অন্ধ) আবদুর রহমান (৬৯) রাতের খাবার খেয়ে পরিবারের অন্য সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন। ওই রাতে গৃহকর্তার বড় ছেলে মোস্তফা (৪৫) রাত ২টার সময় প্রকৃতির ডাকে ঘর থেকে বেরিয়ে দেখতে পায় তাদের গোয়াল ঘরে ৩টি দেশি গর্ভবতী দুধেল গাভী নেই। পরে তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা জেগে হারিয়ে যাওয়ার গাভীর সন্ধান শুরু করে। পরিবারটি জানায়, তাদের হারিয়ে যাওয়া দেশি লাল রঙের দুটি গর্ভবতী দুধেল গাভী ও তার ছেলে মোস্তফার কালো রঙ্গের ৬ মাসের গর্ভবতী দুধেল গাভীর যার বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা অধিক হবে। ওই রাতে একই গ্রামের ভূঁইয়া (নতুন) বাড়ির মৃত সুরত আলীর পুত্র শামসুল (৭১) চারদিকের চিৎকারে তিনি ঘুম থেকে জেগে উঠেন। পরে তার গোয়াল ঘরে রক্ষিত দেশীয় দুধেল দুটি ৬ মাসের গর্ভবতী গাভী ও দুটি বাছুর নেই দেখেন। তার চিৎকারে স্বজনরা ছুটে এসে গোয়াল ঘর খালি দেখতে পায়। পরদিন ওই চুরিতে দুটি পরিবার একত্রিত হয়ে সকালে স্থানীয় মেম্বার সুমনকে বিষয়টি অবহিত করে। এরপরই মুন্সিবাড়ির মকবুলের পুত্র মন্নান (৩৫) দিয়ে সমগ্র গ্রামে মাইকিং করে। এদিকে এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান আবু হানিফ বিষয়টি শুনেছেন বলে নিশ্চিত করেন। এদিকে অন্ধ আব্দুর রহমানের পরিবার ও তার স্বজনরা জানান, আজ থেকে ২২ বছর আগে বিভিন্ন অসুখে তিনি অন্ধত্ব বরণ করেন। ওই থেকে তিনি পরিবারের অন্য সদস্যদের উপর নির্ভর করে জীবন ও জীবিকা পার করছেন। পরে স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় এই ৩টি দুধেল গাভী পর্যায় ক্রমে বড় করে দুধ বিক্রি করে তার চিকিৎসা ও জীবিকা নির্বাহ করছেন। হঠাৎ করে তার পরিবারের গাভী তিনটি চুরি হওয়ায় ও আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় স্ত্রী ছালেহা (৫০) ও অন্ধ কৃষক আব্দুর রহমান বুক ফেটে শুধুই কান্না করছেন। অন্যদিকে ক্ষতিগ্রস্ত কৃষক শামসুল হকের পরিবার জানায়, সমপ্রতি তাদের ১০টি কবুতর চুরি হয়ে যায়। পরে স্থানীয়রা একদল কিশোরের ওই অভিযোগে বিচার করে দিলে বিষয়টি সুরাহা হয়। এর কিছুদিন যেতেই এ গরু চুরির ঘটনা ঘটলো।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us