সকল অপরাধের পেছনেই আখ্যান থাকে। রকমারি আখ্যান। যার বেশিরভাগই লোকমুখে প্রচার পায়। তৈরিও হয় লোকের মুখে মুখে। প্রচার পাওয়া একেক আখ্যান শুনে অপরাধের কারণ এবং পেছনের কুশীলবদের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলে সাধারণ জনতা। এক গল্প এসে আরেক গল্পকে ভুল প্রমাণিত করে। আম মানুষেরাও দ্রুত পাল্টে ফেলে...