You have reached your daily news limit

Please log in to continue


মাথায় আঘাত পেলে বদলি ক্রিকেটার নামানো যাবে

ক্রিকেটেও বদলি খেলোয়াড় নামানোর নিয়ম চালু করলো আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা- আইসিসি। বৃহস্পতিবার আইসিসির বার্ষিক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। ঘরোয়া ক্রিকেটে গত দুই বছর পরীক্ষা-নিরীক্ষার পর এমন সিদ্ধান্ত নিলো ক্রিকেটের অভিভাবক সংস্থা। আগামী ১লা আগস্ট অ্যাশেজ সিরিজ দিয়ে ক্রিকেটে এই নিয়ম চালু হতে যাচ্ছে। প্রথমে শুধু টেস্টে খেলোয়াড় বদলের নিয়ম করার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত নারী-পুরুষদের সব আন্তর্জাতিক ও প্রথম শ্রেনির ক্রিকেটেও এই নিয়ম চালু করা হলো। আইসিসির এক বিবৃতিতে জানানো হয়, বদলি খেলোয়াড় নেয়ার সিদ্ধান্ত নেবেন দলের চিকিৎসক প্রতিনিধি। ক্রিকেটারের অবস্থা বুঝে তারপর ম্যাচ রেফারির অনুমোদন নিয়ে খেলোয়াড় পরিবর্তন করতে হবে। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার টেস্ট ওপেনার ফিলিপ হিউজ ব্যাটিং করার সময় মাথায় বলের আঘাতে মৃত্যুবরণ করেন। পরে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে নড়েচড়ে বসে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। এরপর মাথায় চোট পাওয়া ব্যাটসম্যানদের বদলি খেলোয়াড় নামানোর জন্য সুপারিশ করা হয়। এতোদিন শুধু কোনো খেলোয়াড় যদি ফিল্ডিং করার সময় চোট পেতো তাহলে তার বদলি ফিল্ডার নামানোর নিয়ম ছিল। এবার ব্যাটিংয়েও বদলি হিসেবে খেলোয়াড় নামানোর নিয়ম করলো আইসিসি।অধিনায়কদের সুখবর দিলো আইসিসি‘স্লো ওভার রেট’ নিয়মে সুখবর পেল অধিরায়কেরা। এতদিন স্লো ওভার রেটের দোষে জরিমানার পাশাপাশি নিষেধাজ্ঞার মুখে পড়তেন অধিনায়করা। শুধু তাই নয়, দলের অন্যান্য খেলোয়াড়দের চেয়ে দ্বিগুণ জরিমানাই গুণতেন অধিনায়কেরা।আইসিসির পরিবর্তিত নিয়মানুযায়ী আগামী ১লা আগস্ট থেকে আর স্লো ওভার রেটের কারণে নিষেধাজ্ঞা পেতে হবে না অধিনায়কদের। এমনকি দলের অন্যান্য খেলোয়াড়দের জরিমানাও করা হবে অধিনায়কের সমান। তবে নিষেধাজ্ঞা উঠিয়ে দিলেও, একদম ছাড় দিচ্ছে না আইসিসি। টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলোতে সময়ের চেয়ে যতো ওভার পিছিয়ে থাকবে দল, প্রতি ওভারের জন্য ২টি করে কম্পিটিশন পয়েন্ট কেটে রাখা হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন