বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে সিঙ্গাপুর নেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১ টা ২৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারওয়েজের একটি ফ্লাইটে তাকে সিঙ্গাপুর নেয়া হয়। তার ব্যক্তিগত সহকারী মো. মোকছেদুর রহমান আবির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। তিনি বলেন, গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। গতকাল বৃহস্পতিবার শারীরিক অবস্থার আরো অবনতি হলে সিঙ্গাপুর নেয়া হয়। সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে তার মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হবে। নিউরো সার্জন অধ্যাপক অং হি কিটের অধীনে মেরুদণ্ডে অস্ত্রোপচার সম্পন্ন হবে। ব্যারিস্টার রফিক ইসলাম মিয়ার সঙ্গে তার সহধর্মিণী প্রফেসর ড. শাহিদা রফিক ও তার দুই ছেলে মাশরুর রফিক মিয়া ও শাহপুর রফিক মিয়া গেছেন। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।