কলকাতায় যোগ দিলেন বিশ্বকাপজয়ী কোচ বেইলিস

মানবজমিন প্রকাশিত: ১৮ জুলাই ২০১৯, ০০:০০

বিশ্বকাপের ফাইনালের আগে ইংল্যান্ডের কোচ ট্রেভর বেইলিস বলেছিলেন, ইংল্যান্ড কাপ জিতলেও দায়িত্ব ছাড়বেন তিনি। তখন বৃটিশ গণমাধ্যমগুলো দাবি করে, বেইলিসের নতুন গন্তব্য আইপিএল’র ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। আর গতকাল বেইলিসকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়ার খবর নিশ্চিত করলো কেকেআর। সঙ্গে ব্যাটিং পরামর্শক হিসেবে দলটির সঙ্গে যোগ দিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। কলকাতা নাইট রাইডার্সের সাবেক ম্যানেজার জয় ভট্টাচার্য টুইট করে বলেন, ‘কলকাতা ভক্তদের দারুণ একটি খবর জানাচ্ছি। ট্রেভর বেইলিস এবং ব্রেন্ডন ম্যাককালাম কলকালায় ফিরেছেন। কেকেআর’র ঘুরে দাঁড়ানোর জন্য এর চেয়ে ভালো জুটি হতে পারে না।’  ২০১২ এবং ২০১৪ সালে বেইলিসের অধীনেই আইপিএল শিরোপা ঘরে তুলে কেকেআর।২০১১ বিশ্বকাপ ফাইনালে খেলা শ্রীলঙ্কারও কোচের ভূমিকায় ছিলেন বেইলিস। ২০১৫ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর এই কোচের শরণাপন্ন হয় ইংল্যান্ড। অল্প দিনেই ইংল্যান্ডকে শক্তিশালী দলে পরিণত করেন বেইলিস। ওয়ানডেতে ধারাবাহিক পারফরম করতে থাকে থ্রি লায়ন্সরা। আর সবচেয়ে বড় প্রাপ্তিটা এসেছে বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে। কেকেআরের সঙ্গে চুক্তিবদ্ধ হলেও আপাতত ইংল্যান্ড দলের সঙ্গেই থাকছেন বেইলিস। ১লা আগস্ট থেকে শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজটাও তার অধীনেই খেলবে থ্রি লায়ন্সরা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us