সিলেট চেম্বারের ভোটার তালিকা প্রণয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস

মানবজমিন প্রকাশিত: ১৭ জুলাই ২০১৯, ০০:০০

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০১৯-২০২১ সাল মেয়াদের নির্বাচনকে সামনে রেখে কর অঞ্চল-সিলেটের কর কমিশনার রণজিৎ কুমার সাহার সঙ্গে সাক্ষাৎ করেছেন সিলেট চেম্বারের নির্বাচন বোর্ড। গতকাল কর কমিশনারের কার্যালয়ে সিলেট চেম্বারের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খানের নেতৃত্বে বোর্ডের সদস্যবৃন্দ কর কমিশনারের সঙ্গে এক সাক্ষাতে মিলিত হন। এ সময় নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বলেন, সিলেট চেম্বারের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ২১শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য একটি সুষ্ঠু ভোটার তালিকা প্রণয়নের লক্ষ্যে সদস্যদের আয়কর সনদপত্র যাচাই-বাছাই করা প্রয়োজন। তিনি এ ব্যাপারে কর কমিশনারের কার্যালয়ের সার্বিক সহযোগিতা কামনা করেন। এ ব্যাপারে কর কমিশনার রণজিৎ কুমার সাহা বলেন, সিলেট চেম্বার ব্যবসায়ীদের প্রতিনিধিত্বকারী সংগঠন। এ সংগঠনের নির্বাচন আয়োজনের লক্ষ্যে সুষ্ঠু ভোটার তালিকা প্রণয়নে কর বিভাগ সর্বতো সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। তিনি সিলেট চেম্বারের সদস্যদের কাগজপত্র দ্রুততার সঙ্গে যাচাই করে দেয়াসহ প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ডের সদস্য অ্যাডভোকেট সৈয়দ শামীম আহমদ ও অ্যাডভোকেট মো. জুনেল আহমদ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us