You have reached your daily news limit

Please log in to continue


এরশাদকে দেখতে রংপুরে উপচেপড়া ভিড়

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের লাশ রংপুরে পৌঁছালে তাকে শেষবারের মতো দেখতে বিপুল জনতা ভিড় করেন। এসময় সাধারণ মানুষকে সামলাতে বেগ পেতে হয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। সেনানিবাসের হেলিপ্যাড থেকে কালেক্টরেট ঈদগাহ মাঠে পৌঁছালে কান্নায় ভেঙ্গে পড়েন নেতাকর্মীরা। নেতাকর্মী-স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠে রংপুরের বাতাস। দুপুর সাড়ে ১২টার দিকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয় সাবেক এই রাষ্ট্রপতিকে। এরপরেই ফুল দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান নেতাকর্মী, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, কর্মকর্তা ও রংপুরের সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।এদিকে, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের লাশ রংপুরের মাটিতে দাফনের দাবি জোড়ালো হয়ে উঠেছে নেতাকর্মীদের মধ্যে। তাই অনভিপ্রেত যে কোনো পরিস্থিতি এড়াতে সতর্ক রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।রংপুরবাসীর প্রিয়নেতা এরশাদকে শেষবারের মতো দেখতে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে গতরাত থেকেই বিভিন্ন শ্রেণির মানুষ ছুটে এসেছেন। এরশাদের মৃত্যুতে কালো পতাকা উত্তোলনের পাশাপাশি আজ দোকানপাট বন্ধ রেখেছে রংপুরের ব্যবসায়ীরা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন