গুগেনহাইম জাদুঘর অ্যাটলান্টিক মহাসাগরের তীরে পাহাড়বেষ্টিত উত্তর স্পেনের বিলবাও শহরে অবস্থিত। নির্মাণ কাজ ১৯৯৩ সালে শুরু হয়ে শেষ হয়েছে ১৯৯৭ সালে। স্থপতি ফ্র্যাঙ্ক গেরির অসাধরণ ডিজাইনে নেরভিয় নদীর তীরে নির্মিত। টাইটেনিয়াম, বেলেপাথর এবং কাঁচ দিয়ে তৈরি। নির্মাণে ব্যয় হয়েছে ৮৯ মিলিয়ন মার্কিন ডলার। ইউরোপের শিল্পপ্রেমীদের অন্যতম আকর্ষণ এই মিউজিয়ামটি। ১৯৯৭ সালের ১৮ অক্টোবর সুদৃশ্য আর্ট …