গ্রামীন ফোন আর রবি দুই মোবাইল ফোন অপারেটরের কাছ থেকে বিপুল অঙ্কের পাওনা আদায়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ব্যান্ডউইথ কমিয়ে দেওয়ার যে পদক্ষেপ নিয়েছে, তাতে মূলত ‘জিম্মি’ হয়েছেন দেশের মুঠোফোন গ্রাহকেরা। তাঁরা কলড্রপের শিকার হচ্ছেন, অনেক জায়গায় ইন্টারনেটের গতি কমে যাওয়ার অভিযোগও আসছে। অন্যদিকে সেই গ্রাহকদের ভোগান্তির কথা বলেই ব্যান্ডউইথের বাধা কাটাতে চাচ্ছে দুই অপারেটর।