সিলেটে ৫ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি
প্রকাশিত: ১৩ জুন ২০১৯, ০০:০০
সিলেটে বিভিন্ন সময় উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। সিলেটে গত ২০১৭ সালের ১০ই ফেব্রুয়ারি থেকে ২০১৯ সালের ১লা জুন পর্যন্ত বিভিন্ন অভিযানে আটক এবং জব্দ করা বিপুল পরিমাণ মাদক ধ্বংস করে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। বুধবার সকালে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এসব মাদক ধ্বংস করা হয়। বিজিবি জানিয়েছে, ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে ৩৬ হাজার ৮৭ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ, ১ হাজার ৬৫৯ লিটার বাংলা মদ, ১ হাজার ৮১২ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিয়ার, ২ হাজার ২৭২ বোতল ফেনসিডিল, ২৫৭ পিস ইয়াবা, ১০ হাজার ৬০০ কেজি গাঁজা ও ৩ লাখ ৮৪ হাজার পিস ভারতীয় বিড়ি। এগুলোর মূল্যমান ৫ কোটি ৬৬ লাখ ৬৩ হাজার ২০০ টাকা।