এবার মেক্সিকোর পণ্যে শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

মানবজমিন প্রকাশিত: ৩১ মে ২০১৯, ০০:০০

মেক্সিকো থেকে আমদানি হওয়া সকল পণ্যের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার  মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মেক্সিকোর বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেয়। মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা অবৈধ মানবস্রোতের জন্য এ শাস্তি ঘোষণা করা হয়। এ খবর দিয়েছে আল-জাজিরা।ট্রাম্প জানিয়েছেন, আগামি ১০ জুন থেকে এ শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর হবে। তবে প্রথম পর্যায়ে শতকরা ৫ ভাগ হারে শুল্ক আরোপ করা হবে। তারপর প্রতিমাসে ধাপে ধাপে বেড়ে অক্টোবরের মধ্যে শতকরা ২৫ ভাগ শুল্ক আরোপ করা হবে। মেক্সিকো যদি অভিবাসী স্রোত আটকাতে পদক্ষেপ না নেয় তাহলে এই শুল্ক বজায় থাকবে।এক বিবৃতিতে ট্রাম্প বলেন, আপনারা সবাইক জানেন যে, প্রতিনিয়ত মেক্সিকো সীমান্ত দিয়ে লাখ লাখ এলিয়েন অবৈধভাবে যুক্তরাষ্ট্রের ওপর হামলে পরছে। এটি আমাদের জাতীয় স্বার্থের জন্য হুমকিস্বরূপ। আর এতে সাহায্য করছে মেক্সিকো। তিনি আরও বলেন, যদি মেক্সিকো সরকার এই অবৈধ অভিবাসন বন্ধে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করে তাহলে এই শুল্ক সরিয়ে দেয়া হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us