গ্লোবাল স্পোর্টস ফ্যান অ্যাওয়ার্ড পেলেন শোয়েব আলী

মানবজমিন প্রকাশিত: ২৯ মে ২০১৯, ০০:০০

ভারতের গ্লোবাল স্পোর্টস ফ্যান অ্যাওয়ার্ড পাচ্ছেন শোয়েব আলী। প্রথমবারের মতো এ পুরস্কারটি দেওয়া হচ্ছে পাঁচ জনকে। টাইগার ফ্যান শোয়েবের সঙ্গে আছেন শচিন টেন্ডুলকারের ভক্ত সুধীর কুমার গৌতম, বিরাট কোহলির ভক্ত সুখমুর কুমার, পাকিস্তানের চাচা নামে খ্যাত আব্দুল জলিল এবং শ্রীলঙ্কার গায়ান সেনানায়েকে। আগামী ১৪ই জুন বিশ্বকাপের ফাইনালের দিন ম্যানচেস্টারে এ পুরষ্কার প্রদান করা হবে তাদের হাতে। বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ দিতে সবসময়ই মাঠে উপস্থিত থাকেন শোয়েব। যারা দেশের ক্রিকেট ভালোবাসেন তারা তো বটেই, ক্রিকেটের খোঁজ খবর যারা রাখেন তারা সবাই চেনেন তাকে। বাংলাদেশের খেলা মানেই বাঘ সেজে পতাকা উড়িয়ে, চিৎকার করে টাইগারদের সমর্থন জানিয়ে উৎসাহ দেন শোয়েব। শুধু দেশেই নয়, দেশের বাইরেও টাইগারদের উৎসাহ দিতে উপস্থিত থাকেন তিনি। ভারত, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, দুবাইসহ অনেক দেশেই গিয়েছেন শোয়েব। প্রথমবারের মতো পুরস্কার পেয়ে বেজায় খুশি শোয়েব বলেন, ‘এটা অবশ্যই আমার জন্য গৌরবের। খুব ভালো লাগছে। তাও আবার ইংল্যান্ডে আমাকে এ পুরষ্কার দেয়া হবে। তবে এ কৃতিত্ব আমার নয়। কারণ বাংলাদেশ দল আছে বলেই আমি আছি। বাংলাদেশ ভালো খেলে বলেই আজকে আমাকে সবাই চিনেছে।’ সব কৃতিত্ব মাশরাফিদের দিয়েছেন শোয়েব। তাদের কৃতিত্বেই শোয়েবের পুরস্কার। কিন্তু শোয়েবদের কৃতিত্বও কি কম? মাশরাফিরা বরাবরই বলে থাকেন, ‘মাঠের দর্শকরা আমাদের দ্বাদশ খেলোয়াড়। সমর্থকরা পাশে থাকেন বলেই ভালো খেলার উৎসাহ পাই আমরা।’ কদিন আগেই আয়ারল্যান্ডে প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টের শিরোপা জিতেছে বাংলাদেশ। সেদিন মাঠে থাকতে পারেননি শোয়েব। তাই কিছুটা আফসোস রয়েছে তার। তবে এবার ইংল্যান্ডে বাংলাদেশের বিশ্বকাপ জয় দেখেই সে অতৃপ্তির পূর্ণতা আনতে চান এ টাইগারসমর্থক।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

রংপুরের বিপক্ষে মাশরাফিদের মান বাঁচানো পুঁজি

ঢাকা পোষ্ট | শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
১০ মাস আগে

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us