আরবিতে বহুবচনের শব্দ আখলাক। এর একবচন খুলুক অর্থাৎ চরিত্র। চরিত্র বলা হয় ঐ বৈশিষ্ট্যকে, যা কোনরূপ বাধ্যবাধকতা বা সংকোচন ছড়াই মানুষ নিজ থেকে প্রকাশ করে। মানে কারো নিজ থেকেই যখন কোনোকিছু অনায়াসে বেরিয়ে আসে, তাই চরিত্র। বিজ্ঞাপন যেমন কোনরকম অনায়াসে মিথ্যা বলা। কিন্তু বাধ্য হয়ে বললে তা তার চরিত্র বলে পরিগণিত হবে না। অনুরূপ সত্য …