ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৯ দিনের দীর্ঘ ছুটি শুরু হচ্ছে আজ থেকে। পবিত্র রমজান, শবেকদর, ঈদুল ফিতর, বুদ্ধপূর্র্ণিমা ও গ্রীষ্মকাল উপলক্ষে এ ছুটি দেয়া হয়েছে। ছুটি শেষে আগামী ১১ই জুন ক্যাম্পাস চালু হবে বলে জানিয়েছে রেজিস্ট্রার অফিস।সূত্রমতে, শনিবার থেকে শুধু ক্লাসসমূহ বন্ধ থাকবে। আগামী ২২শে মে পর্যন্ত সাপ্তাহিক ছুটি বাদে অফিস ও পরীক্ষা চলবে। সরকারি বিধি মোতাবেক উক্তদিনে অফিস চলবে সকাল ৯টা থেকে দুপুর সাড়ে তিনটা পর্যন্ত। পরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৩শে মে সকাল ১০টায় আবাসিক হলসমূহ বন্ধ হবে। ছুটি শেষে পরবর্তী ১১ই জুন সকাল ৯টায় হল খুলে দেয়া হবে বলে জানিয়েছেন প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও জিয়া হল প্রভোস্ট প্রফেসর ড. আকরাম হোসাইন মজুমদার। এতে ১১ই জুন পর্যন্ত ১৯ দিন পূর্ণাঙ্গ ছুটিতে থাকবে ক্যাম্পাস। আগামী ১২ই জুন থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা ও অফিস চালু হবে বলে জানিয়েছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আবদুল লতিফ।