জুড়ী উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে সন্ত্রাস, মাদক, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গির হোসেন সরদার উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. ওমর ফারুক। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সমকালের জেলা প্রতিনিধি মো. নূরুল ইসলাম, জুড়ী উপজেলা প্রেস ক্লাব সভাপতি দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাবের জুড়ী প্রতিনিধি মো. তাজুল ইসলাম, সাবেক সভাপতি দৈনিক যুগান্তরের প্রতিনিধি মঞ্জুরে আলম লাল, সাংবাদিক সমিতি জুড়ী ইউনিটের সধারণ সম্পাদক দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি সাইফুল ইসলাম সুমন, দৈনিক মানবজমিন প্রতিনিধি ফখরুল ইসলাম, দৈনিক প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, দৈনিক দেশের পত্র প্রতিনিধি মো. শাহ আলম, আমাদের অর্থনীতির প্রতিনিধি এম রাজু আহমেদ, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি আব্দুর রহমান শাহিন, অনলাইন প্রেস ক্লাব জুড়ীর সভাপতি নোমান আহমদ, সাংবাদিক ইমরানুল ইসলাম, সাপ্তাহিক মানব ঠিকানার স্টাফ রিপোর্টার হারিস মোহাম্মদ প্রমুখ। খোলামেলা মতবিনিময় সভায় সাংবাদিকরা সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সাহসী ভূমিকাকে স্বাগত জানিয়ে আসন্ন পবিত্র রমজান মাসে খোলা বাজারে পচা ও বাসি খাবারসহ ভেজাল মুক্ত পণ্য বিক্রির বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।