নবগঙ্গার পুনঃখনন পরিকল্পনার যথার্থতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। প্রায় আড়াই শ কিলোমিটারের নবগঙ্গা নদীটি মাগুরার ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে ৫০ কিলোমিটার। নদীটির প্রস্থ ৩০০ মিটার অনুমান করা হয়। এই নদী এর আগে মাগুরার অংশে কখনো পুনঃখনন করা হয়েছে বলে জানা যায় না। প্রশ্ন হলো কী ধরনের সমীক্ষার ভিত্তিতে ৫০ কিলোমিটারের মধ্য থেকে ১১ কিলোমিটার এবং ৩০০ মিটার প্রস্থ বিবেচনা না করে মাত্র ৮০ মিটার ধরে নদীটির...