হাঁটতেও পারত তিমিরা

দৈনিক আমাদের সময় প্রকাশিত: ০৬ এপ্রিল ২০১৯, ০০:০০

জলজ প্রাণী তিমিরাও নাকি এক সময় ডাঙায় হাঁটত। তাদের ছিল একাধিক পা, আর পায়ের আঙুলগুলো পরস্পরের সঙ্গে জোড়া লাগানো এবং তাতে নখও ছিল। দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ৪ কোটি ৩০ লাখ বছর আগের এমনই এক তিমির জীবাশ্ম আবিষ্কার করেছেন গবেষকরা। তারা জানিয়েছেন, চার পা-ওয়ালা এ তিমি সাঁতারের পাশাপাশি ডাঙায় হাঁটতেও পারত। প্রতœজীবাশ্ম গবেষকদের বিশ্বাস, ১৩ ফুট লম্বা স্তন্যপায়ী সামুদ্রিক এ প্রাণীটির পেছন ভাগে ছিল লেজ। চারটি পা দিয়ে সে তার দীর্ঘ লেজসহ শরীর বহন করতে পারত। আধা জলজ এ তিমিটির…
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us