আলজেরিয়দের শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন একটি বাঁকে এসে পৌঁছেছে
প্রকাশিত: ০২ এপ্রিল ২০১৯, ২১:৩৭
আলী রীয়াজ : গত প্রায় একমাস ধরে আলজেরিয়ায় যে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন হচ্ছে তা একটি বাঁকে এসে পৌঁছেছে, প্রেসিডেন্ট বুতাফলিকা একটি নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছেন, অনুমান করা যায় ক্ষমতাসীন গোষ্ঠী বা রেজিম চাইছে এই মন্ত্রিসভা তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করুক, কেননা সম্ভবত বুতাফলিকা পদত্যাগ করবেন। কুড়ি বছরের অগণতান্ত্রিক, একনায়কী শাসনের অবসান হবে, নাকি বুতাফলিকার বদলে আরেকজনকে ক্ষমতায় …