আতাউর রহমান খান খাদিমের কর্মজীবন শুরু হয়েছিল ফিলিপস ইলেকট্রিক কোম্পানির এক্স-রে ইঞ্জিনিয়ার হিসেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে পড়ালেখা করেছেন। স্নাতকোত্তর শেষ করেছেন ১৯৫৪ সালে। তত্ত্বীয় পদার্থবিজ্ঞানে আগ্রহ ছিল বলেই আরও পড়ালেখা করতে চেয়েছিলেন তিনি। তাই পরবর্তী সময়ে পিএইচডি ডিগ্রি নেন পশ্চিম জার্মানির গোটেনজেন বিশ্ববিদ্যালয় থেকে। অ্যাটমিক থিওরেটিক্যাল ফিজিকস ছিল তাঁর গবেষণার...