গাংনীতে দু’প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ৭

মানবজমিন প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯, ১১:২৮

গাংনী উপজেলায় পৃথক ভোট কেন্দ্রে দু’প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। আহতরা হলেন, উপজেলার চেংগাড়া গ্রামের মৃত জলিল মালিথার ছেলে সাবেক ছাত্রলীগ নেতা নৌকা সমর্থক কামাল হোসেন (৪০), দাউদ হোসেনের ছেলে নৌকা সমর্থক মহিবুল ইসলাম (৩৫), আবদুল লতিফের ছেলে নৌকা সমর্থক শাহীন হোসেন (৩৫), একই গ্রামের আরেফিন আলীর ছেলে স্বতন্ত্র প্রার্থী সমর্থক ফয়সাল হোসেন (৩৪) ও তার ভাই ফিরোজ আলী (৩৬)। এছাড়াও উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা স্বতন্ত্র প্রার্থীর সমর্থক গিয়াস উদ্দীন ও তার ছেলে ওবাইদুল্লাহ (২৫) আহত হন। আজ রোববার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকাল পৌনে ৯টার দিকে বাঁশবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নৌকা মার্কায় ভোট দিতে বাধ্য করাকে কেন্দ্র স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা করা হয়।অন্যদিকে সকাল পৌনে ১০টার দিকে চেংগাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে  নৌকা মার্কা প্রতীকে ভোট দিতে বাধ্য করাকে কেন্দ্র দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় উভয়পক্ষের আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম উভয়পক্ষের আহতদের খোঁজখবর নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us