শাহনাজ রহমতউল্লাহর গলার ঢং ছিলো রেওয়াজি, সুরের সাথে একটা শাস্ত্রীয় কাজ থাকতো, বললেন গাজী মাজহারুল আনোয়ার
প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯, ১০:১৯
মারুফুল আলম : শাহনাজ রহমত উল্লাহর জনপ্রিয়তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে গীতিকার গাজী মাজহারুল আনোয়ার বলেন, সুরের সাথে একটা শাস্ত্রীয় কাজ থাকতো তার। গলার ঢং ছিলো রেওয়াজি। বিবিসি বাংলা প্রয়াত কণ্ঠশিল্পী শাহনাজ রহমতউল্লাহ প্রসঙ্গে তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধে বিজয়লাভের মুহূর্তে শাহনাজ রহমত উল্লাহর কণ্ঠেই ধ্বনিত হয়েছিলো জয় বাংলা-বাংলার জয় গানটি। শাহনাজ রহমত উল্লাহ অনেকগুলো কালজয়ী …