সামান্য অক্ষরজ্ঞান পুঁজি করে জ্ঞানরাজ্যের বিশাল অঙ্গনেবিস্ময়কর পদাচারণা ঘটেছিলো আরজ আলী মাতুব্বরের
প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯, ১০:৩৭
আইয়ুব হোসেন আরজ আলী মাতুব্বর এ দেশের একজন অপ্রাতিষ্ঠানিক শিক্ষিত অথচ প্রাজ্ঞ, শ্রমজীবী অথচ মুক্তবুদ্ধি চর্চায় প্রাগ্রসর, লোকায়ত অথচ বিজ্ঞানসম্মত চেতনায় পরিপূর্ণ ছিলেন। এমন একজন অনন্য মানুষ সম্পর্কে এদেশের অগ্রসর ও মনস্বী বুদ্ধিজীবী ড. সিরাজুল ইসলাম চৌধুরী ওপরোক্ত মন্তব্য করেছেন আজ থেকে তিন যুগ আগে। তখনো তাকে চেনেননি তেমন কেউ। নিভৃত পল্লী প্রান্তর থেকে শহুরে …