পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে দেশের ১৬ জেলার ১১৬ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আজ। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ হবে। গত শনিবার মধ্যরাতে শেষ হয় সব ধরনের প্রচার-প্রচারণা। নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ গতকাল জানান, নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যেসব এলাকায় প্রতিবন্ধকতা রয়েছে সেসব উপজেলা চিহ্নিত করা হয়েছে। ইসি সচিব জানান, তিন পার্বত্য জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এ ছাড়া চার উপজেলায় অতিরিক্ত ফোর্স বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি এলাকায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ থাকায় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হয়েছে। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ ছাড়া বড় রাজনৈতিকদলগুলো এই নির্বাচনে অংশ না নেয়ায় ভোটে তেমন সাড়া মেলেনি। প্রথম ধাপের নির্বাচনে কম সংখ্যক ভোটার উপস্থিতি পরিলক্ষিত হয়েছে। গত ১০ই মার্চ প্রথম ধাপে ৭৮ উপজেলায় ভোট হয়; যাতে ভোট পড়ে ৪৩ শতাংশ। গত বুধবার ১৩ই মার্চ সিলেটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, বড় একটি দল উপজেলা পরিষদ নির্বাচন বয়কট করায় ভোটার আসেনি। দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণের চারদিন আগে কিশোরগঞ্জে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, এই নির্বাচনে কোনো অনিয়ম সহ্য করা হবে না। প্রয়োজনে গুলি চলবে। আর প্রথম ধাপে ৮৭ উপজেলায় ভোট হওয়ার কথা থাকলেও নানা কারণে ভোট হয় ৭৮ উপজেলায়। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান হন ২৮ জন। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে ভোট ছাড়াই বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ৪৮ জন। এদিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও প্রভাব খাটানোর অভিযোগে গত শনিবার জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়াকে তার নির্বাচনী এলাকা গাইবান্ধা-৫ ও কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সারওয়ার কমলকে এলাকা ছাড়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সমন্বয়ে আইনশৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং সেল গঠন করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। সেলের সদস্যরা নির্বাচনের এক দিন আগে থেকে পরের দিন পর্যন্ত ইসিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবহিত করার পাশাপাশি নির্বাচন সামগ্রী তদারকি করবেন। গত ৭ই ফেব্রুয়ারি উপজেলায় দ্বিতীয় ধাপে ১৮ই মার্চ ভোটের দিন রেখে ১২৯ উপজেলার তফসিল ঘোষণা করে ইসি। ছয়টি উপজেলার সবক’টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ৬ উপজেলায় ভোটের দরকার পড়ছে না। এ ছাড়া আরো ছয়টি উপজেলার ভোট পিছিয়েছে ইসি। আদালতের নির্দেশে গাইবান্ধার গোবিন্দগঞ্জের নির্বাচন স্থগিত রয়েছে। এজন্য আজ সোমবার ভোট গ্রহণ হচ্ছে মোট ১১৬ উপজেলায়। দ্বিতীয় ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে রয়েছেন ২৩ জন চেয়ারম্যান, ১৩ জন ভাইস চেয়ারম্যান ও ১২ জন নারী ভাইস চেয়ারম্যান। নির্বাচনী এলাকার শৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি, র্যাব, আনসার-ভিডিপি, কোস্টগার্ড, আর্মড পুলিশ, ব্যাটালিয়ন আনসার মোতায়েন থাকবে। এ ছাড়া, তিন পার্বত্য জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইসি। এ ছাড়া নির্বাচনী এলাকায় যানবাহন চলাচলে বিধিনিষেধও আরোপ করা হয়েছে। এবারের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে ভোট হচ্ছে। ইসির তথ্য অনুযায়ী দ্বিতীয় ধাপে লড়ছেন ১ হাজার ৩১০ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে রয়েছেন ৩৭৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫৩৯ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৩৯৪ জন। এসব উপজেলায় মোট ভোটকেন্দ্র ৭০৩৯টি; ভোটার ১ কোটি ৭৯ লাখ ৯ হাজার ৬ জন। আগামী ২৪শে মার্চ তৃতীয় ধাপের, ৩১শে মার্চ চতুর্থ ধাপের ভোট হবে। পঞ্চম ও শেষ ধাপের ভোট গ্রহণ হবে আগামী ১৮ই জুন।