তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ইন্টারনেটের মাধ্যমে বাড়িতে বসেই আয় করতে পারেন গৃহিণীরা। তাঁরা স্বাবলম্বী হয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারেন। দেশে সব বাড়িতেই শিক্ষিত তরুণী কিংবা শিক্ষিত গৃহিণী রয়েছেন। অনেকেই উচ্চশিক্ষিত। যাঁরা ঘরের কাজের পাশাপাশি বাড়তি সময় পান, তাঁদের পক্ষে ইন্টারনেটের মাধ্যমে বাড়তি উপার্জন সম্ভব।