কমলালেবু থেকে সাপের বিষের প্রতিষেধক, গবেষণায় মিলল সাফল্য
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ১৭:১৪
স্মৃতি খানম : কমলালেবুর মধ্যে রয়েছে সর্পপ্রতিষেধকের গুণ। কমলালেবুর মধ্যে থাকা হেসপেরেটিন কাজে লাগিয়ে অ্যান্টি ভেনাম সিরাম বা এভিসের সঙ্গে সংযোগ ঘটিয়ে প্রতিষেধক তৈরি হতে পারে বিষবর গেছোবোড়া বা চন্দ্রবেড়া প্রজাতির সাপের কামড়ের। সূত্র: অনলাইন লাইফস্টাইল চন্দ্রবোড়া, গেছোবোড়া বা বাঁশবোড়া সাপের বিষ হিমোটক্সিন প্রকৃতির। কামড়ের সঙ্গে সঙ্গে মানবদেহের টিসুগুলিকে দ্রুত অকেজোহয়ে পড়ে। রক্ত থকথকে জেলির …