উপজেলা নির্বাচন: সিলেটের ৩ সাংসদকে ইসির সতর্ক চিঠি

দৈনিক সিলেট প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ১০:৪৮

নিউজ ডেস্ক:: উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের ৩ সাংসদকে সতর্ক করে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আইন লঙ্ঘন করায় তাঁদের এই চিঠি দেওয়া হয়। এই সাংসদেরা সবাই ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে নির্বাচিত। ইসি সূত্র জানায়, উপজেলা নির্বাচনের আচরণবিধি অনুযায়ী সাংসদেরা নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না। এই আইন না মানায় ৩ সাংসদকে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে। রোববার প্রথম ধাপে ৭৮ উপজেলায় ভোট গ্রহণ করা হবে। সিলেটের এই তিনজন সাংসদ হলেন আবু জাহির (হবিগঞ্জ-৩), মোয়াজ্জেম হোসেন রতন (সুনামগঞ্জ-১) ও জয়া সেনগুপ্ত (সুনামগঞ্জ-২)। ইসি সচিবালয় সূত্র জানায়,বেআইনি কাজে ক্ষুব্ধ হয়ে ইসি যথাক্রমে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার নির্বাচন স্থগিত করে দিয়েছে।সাংসদেরা যাতে আচরণবিধি মেনে চলেন, সে বিষয়টি মনে করিয়ে দেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে চিঠি লিখেছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

উপজেলা নির্বাচনের তফসিল হতে পারে কাল

প্রথম আলো | নির্বাচন কমিশন কার্যালয়
১ মাস, ১ সপ্তাহ আগে

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us