SEX বলতে লজ্জা করে? তাহলে কামাক্ষ্যা আর লজ্জা গৌরী পুজো পাবেন তো!
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ১৮:৫৬
post editorial: আধুনিক কালে দেব-দেবীদের মূর্তি যতই যৌনতাহীন ভাবে তৈরি হোক না কেন, প্রাচীন ভারতের দুটি দেবী মূর্তি কিন্তু এই ধারণার বিরুদ্ধে জ্বলন্ত প্রতিবাদ। প্রাচীন ভারত নারীর যৌনতাকে সম্মান করত, তাকে নিছক নারী শরীর হিসেবে না দেখে সম্পূর্ণ মানুষ হিসেবেই দেখত, তারই প্রমাণ অসমের দেবী কামাক্ষ্যা এবং দক্ষিণ ভারতের লজ্জা গৌরী।