আজ তোমাদের একজন অসমসাহসী মানুষের কথা শোনাব যিনি আমাদের মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় সৈনিক। মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনী ও রাজাকারদের হাতে চরম অত্যাচার-নির্যাতন সহ্য করেছিলেন তিনি। দেশ স্বাধীন হওয়ার পরও তাঁকে কঠোর সংগ্রাম করতে হয়েছিল। এই সংগ্রামের মধ্য দিয়েই শিল্পচর্চা করে গেছেন তিনি। প্রখ্যাত ভাস্কর হিসাবে এখন মানুষ তাঁকে একনামে চেনে। এই লেখার শিরোনামে তাঁর নামটি তোমরা ইতোমধ্যে জেনে গেছ, তিনি ফেরদৌসী প্রিয়ভাষিণী।