মানুষের আয়ু বাড়াতে জেলিফিশের সাহায্য নিচ্ছেন বিজ্ঞানীরা

কালের কণ্ঠ প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৪, ১৬:১৯

মানুষের বার্ধক্য রোধ ও আয়ু বাড়ানোর পথে নতুন আলো দেখছেন বিজ্ঞানীরা। এবার তাঁদের গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে এক বিশেষ ধরনের জেলিফিশ, যার নাম টারিটোপসিস ডোরনি।


এই জেলিফিশটি ‘অমর জেলিফিশ’ নামেও পরিচিত। এর কারণ হলো, এটি বয়সের ছাপ এড়িয়ে নিজের বার্ধক্যপ্রক্রিয়াকে উল্টে দিতে পারে।

বিজ্ঞানীরা বিশ্বাস করেন, এই জেলিফিশের রহস্য উদ্‌ঘাটন করতে পারলে বার্ধক্য রোধ ও ক্যান্সারের মতো জটিল রোগের ওষুধ তৈরির নতুন সম্ভাবনা উন্মোচিত হতে পারে।


টারিটোপসিস ডোরনি সাধারণ জেলিফিশের মতোই জীবন শুরু করে। এটি প্রথমে লার্ভা হিসেবে জন্ম নেয় এবং ধীরে ধীরে পূর্ণবয়স্ক জেলিফিশে পরিণত হয়।


কিন্তু পরিবেশগত চাপ বা আঘাত পেলে, এটি ব্যতিক্রমী এক ক্ষমতা প্রদর্শন করে।


জেলিফিশটি নিজের জীবনচক্রকে প্রাপ্তবয়স্ক অবস্থা থেকে লার্ভা পর্যায়ে ফিরিয়ে নিয়ে যেতে পারে।


এই প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সডিফারেনশিয়ান, যেখানে জেলিফিশ তার কোষগুলোকে নতুনভাবে রূপান্তরিত করে। ফলে এটি আবার নতুন জীবন শুরু করতে পারে। তাত্ত্বিকভাবে, এই চক্রটি অনির্দিষ্টকাল ধরে চলতে পারে, যার ফলে এই জেলিফিশ বার্ধক্যকে পুরোপুরি এড়িয়ে যায়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us