চলচ্চিত্রের আকাশে কালো মেঘ

কালের কণ্ঠ প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৪, ১০:২৯

প্রযুক্তির নানামাত্রিক উদ্ভাবনে বিশ্বজুড়ে চলচ্চিত্র নির্মাণ কৌশলে আমূল পরিবর্তন এসেছে। চিত্রনাট্য, কাহিনির বিন্যাস, ক্যামেরার ব্যবহার, সম্পাদনার ধরন, দর্শক রুচি ইত্যাদিও পাল্টে গেছে। আবার একসময় মানুষ অভ্যস্ত ছিল হলে গিয়ে ছবি দেখতে। প্রযুক্তির প্রসারে বর্তমানে অনলাইনভিত্তিক বিভিন্ন ওটিটি প্ল্যাটফরমে ছবি মুক্তি দেওয়া হচ্ছে।

এমন কোনো ছবি নেই যেটি পাওয়া যায় না ইউটিউবে। ফলে অনেক দর্শক বর্তমানে ঘরে বসেই দেখে নিচ্ছে নিজের পছন্দের ছবিটি। রুচির সঙ্গে মিললে, অভিনব গল্পের খোঁজ পেলে হলে গিয়েও দেখছে প্রিয় অভিনেতা-অভিনেত্রী কিংবা পরিচালকের ছবি। অন্যদিকে চলচ্চিত্র নির্মাণের সাম্প্রতিকতম কলাকৌশলে পিছিয়ে পড়ায় অনেক পরিচালক বেকারও হয়ে পড়ছেন।


খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির স্থায়ী সদস্যের সংখ্যা ৩৯৫। আর অস্থায়ী সদস্য ১৫০ জন। সব মিলিয়ে দেশে তালিকাভুক্ত পরিচালকের সংখ্যা ৫৪৫। এর মধ্যে উল্লিখিত কারণে চার শতাধিক পরিচালক বর্তমানে বেকার।


১৯৮১ সালে যাত্রা শুরু করে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। বর্তমানে সংগঠনটির আজীবন সদস্য রয়েছেন ১৯ জন। আর খ্যাতিমান সদস্যদের মধ্যে রয়েছেন দেলোয়ার জাহান ঝন্টু, কাজী হায়াৎ, মনতাজুর রহমান আকবর, শাহ আলম কিরন, মতিন রহমান, বাদল খন্দকার, শওকত জামিল, ছটকু আহমেদ, এফ আই মানিক, হাফিজ উদ্দিন, শাহাদত হোসেন লিটন, বদিউল আলম খোকন, মোহাম্মদ হোসেন, উত্তম আকাশের মতো পরিচালক। একদা রুপালি জগেক মাতিয়ে রাখা নামকরা এসব পরিচালক বর্তমানে বেকার।   


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us