অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের ট্রেন ট্র্যাকে তুলে দিয়েছেন এবং ট্রেনটি ২০২৫ সালের ডিসেম্বর অথবা ২০২৬ সালের জুনের মধ্যে গন্তব্যে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন। যে দেশে গত ১৫ বছরে সুষ্ঠু নির্বাচন হয়নি—২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে হয়েছে কারচুপির নির্বাচন—সে দেশে নির্বাচন আয়োজনের সম্ভাব্য সময়ের ঘোষণায় ছয় মাসের পার্থক্য থাকাটা বড় কোনো উদ্বেগের বিষয় হওয়ার কথা না। তবে, দেশের অর্থনীতি, বিনিয়োগে স্থবিরতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনগণের নির্বাচিত সরকার ও সংসদ দেখার আগ্রহসহ সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আমরা মনে করি, ড. ইউনূস ও তার অন্তর্বর্তী সরকারের উচিত প্রস্তাবিত দুটি সময়ের মধ্যে প্রথমটি বেছে নেওয়া।
এর কারণ হচ্ছে—
অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হলো সংস্কার ও নির্বাচন সম্পন্ন করা। সংস্কার জরুরি। কারণ, আমরা অতীতের সেই ধারায় ফিরে যেতে চাই না, যেখানে নির্বাচনের পর বিজয়ী দল যা ইচ্ছা তাই করার সুযোগ পাবে, বিশেষ করে যদি দলটি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পায়। আমাদের সংবিধান সংশোধন করতে হবে, যাতে নির্বাহী, আইনসভা ও বিচার বিভাগের ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠা হয়; প্রধানমন্ত্রীর একতরফা ক্ষমতা কমানো যায়; বিচার বিভাগকে কার্যকরভাবে স্বাধীন করা যায়; মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, নির্বাচন কমিশন ও অন্যান্য সংবিধিবদ্ধ সংস্থাগুলোকে স্বাধীন করা যায়; মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়কে স্বায়ত্তশাসিত করা যায় এবং মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা যায়। সেখানে একটি মৌলিক সংস্কার হবে সংসদকে কার্যকর করা এবং নির্বাহী বিভাগকে প্রকৃত অর্থে জবাবদিহিতার আওতায় আনা।
তবে, সংস্কার যত গুরুত্বপূর্ণ ও জরুরিই হোক না কেন, নির্বাচন আয়োজনেও বেশি দেরি করা যাবে না। সংবিধান মেনে অন্তর্বর্তী সরকারের অস্থায়ী অবস্থা থেকে উত্তরণ করে একটি স্থিতিশীল নির্বাচিত সরকারের দিকে এগিয়ে যেতে হবে, যা নতুন সরকারকে বিশ্বের যেকোনো দেশের গণতান্ত্রিক সরকারের মতো বৈধতা, মর্যাদা ও স্বীকৃতি দেবে। নির্বাচন জরুরি, কারণ এর মাধ্যমে পুরো বিশ্ব আবার বাংলাদেশের ওপর আস্থা রাখতে পারবে এবং বুঝতে পারবে, এ দেশ যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করেও গণতন্ত্রের পথে এগিয়ে যেতে পারে। বিশ্বের কাছে এটা প্রমাণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আগামী ১২ মাসের মধ্যে দুটি লক্ষ্যই অর্জন করা সম্ভব।
প্রধান উপদেষ্টা যেমনটি বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ছয়টি সংস্কার কমিশন চলতি মাসের শেষ নাগাদ বা সর্বোচ্চ জানুয়ারির মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে। আমাদের মতে, কনসেনসাস কমিশন (সিসি) গঠনের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রস্তাব একটি উদ্ভাবনী উদ্যোগ, যা আমাদের একটি স্থিতিশীল ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। কনসেনসাস কমিশন সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করবে, যাতে 'ঐকমত্য'র ভিত্তিতে লক্ষ্য অর্জিত হয় এবং কোন সুপারিশ অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করবে এবং কোনগুলো নির্বাচিত সরকারের জন্য রেখে যাবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যায়। সব রাজনৈতিক দলের মধ্যে 'ঐকমত্য' অর্জন একটি বড় রাজনৈতিক লক্ষ্য, যা সর্বশেষ ১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পর সর্বদলীয় ঐক্যের মাধ্যমে দেখা গিয়েছিল। যেহেতু প্রধান উপদেষ্টা নিজেই কনসেনসাস কমিশনের চেয়ারম্যান হবেন, আমরা নিশ্চিত যে এর ইতিবাচক ফলাফল অবশ্যই আসবে।
নির্বাচনের সময়সীমার প্রসঙ্গে ফিরে আসলে বলা যায়, ডিসেম্বর বা জানুয়ারিতে সংস্কার কমিশনগুলো প্রতিবেদন জমা দেওয়ার পর কনসেনসাস কমিশন যদি তাদের কাজ শুরু করে, তাহলে অন্তর্বর্তী সরকারের হাতে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুতি নিতে প্রায় ১০ মাস সময় থাকবে।
গত মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরউদ্দিন বলেছেন, কমিশন দায়িত্ব গ্রহণের দিন থেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং প্রধান উপদেষ্টার প্রস্তাবিত তারিখ অনুযায়ী নির্বাচন আয়োজনের জন্য তারা পুরোপুরি প্রস্তুত। তিনি আরও বলেছেন, কমিশন আগামী দুই মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করতে পারবে। নির্বাচন কমিশন যদি ভোটার তালিকা হালনাগাদের জন্য বাড়ি-বাড়ি যাওয়ার মতো দীর্ঘ প্রক্রিয়াও অনুসরণ করে, তার জন্যও ছয় থেকে সাত মাসের বেশি সময় লাগবে না। অর্থাৎ, সর্বোচ্চ আগামী বছরের জুলাই বা আগস্টের মধ্যে এই কাজ সম্পন্ন করতে পারবে।
কাজেই, সার্বিক বিবেচনায় সংস্কার প্রক্রিয়া সম্পন্ন ও নির্বাচনের প্রস্তুতি নিতে আগামী ১২ মাস সময়কাল যথেষ্ট বলে মনে হয়। এ ছাড়া, ঐতিহ্যগতভাবে নির্বাচন আয়োজনের জন্য শীতকালকেই বেছে নেওয়া হয়। কারণ, এই সময় বৃষ্টি, বন্যা, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা কম থাকে। এই বিষয়টিও উপেক্ষা করা উচিত নয়।
বর্তমানে দেশের রাজনৈতিক অঙ্গনে সক্রিয় রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং আরও অসংখ্য ছোট রাজনৈতিক দল। আরও একটি নতুন দল এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এটি হলো সেই শিক্ষার্থীদের দল, যারা শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। তারা শিগগির একটি রাজনৈতিক দল গঠনের পরিকল্পনার কথা জানিয়েছে এবং সেখানেও থাকবে ছাত্ররাজনীতি শাখা।
দৃশ্যত সকলের কাছেই মনে হচ্ছে, বিএনপি ক্ষমতাসীন হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে। কাজেই, যত দ্রুত নির্বাচন আয়োজন করা যায়, সেটা নিশ্চিত করার জন্য তারা চাপ প্রয়োগ করবে এটা প্রত্যাশিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৮ ডিসেম্বর তার দলীয় নেতাকর্মীদের 'প্রতিশোধ নয়, সংস্কারের প্রতি মনোযোগ' দেওয়ার যে আহ্বান জানিয়েছেন, তা প্রশংসার দাবিদার। তিনি আরও বলেছেন, 'আমরা এই নির্যাতনের জবাব যদি তাদের (আওয়ামী লীগ) মতো দেই, তাহলে তো হবে না। তারা অধম বলে আমরা অধম হব নাকি।' এটি অত্যন্ত ইতিবাচক ও স্বাগত জানানোর মতো একটি অবস্থান এবং খুবই শক্তিশালী ও দূরদর্শী চিন্তাধারা।