অভিবাসন প্রশ্নে বাংলাদেশের প্রত্যাশা ও করণীয়

কালের কণ্ঠ এ কে এম আতিকুর রহমান প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৫

আজ আন্তর্জাতিক অভিবাসী দিবস। আমরা জানি, ২০০০ সালের ৪ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ১৮ ডিসেম্বরকে আন্তর্জাতিক অভিবাসী দিবসে হিসেবে পালনের ঘোষণা করার প্রেক্ষিতে প্রতিবছর সারা বিশ্বে দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটি পালনের জন্য এ বছরের থিমে অভিবাসীদের অবদানকে সম্মান দেখানো এবং তাদের অধিকারকে শ্রদ্ধা করার প্রতি জোর দেওয়া হয়েছে। বলতে গেলে, অভিবাসীরা আমাদের সমাজে যে অবদান রেখে চলছে এবং কিভাবে তারা আমাদের বিভিন্ন সম্প্রদায়ের উন্নয়ন ঘটিয়ে যাচ্ছে সেই বিষয়গুলোর ওপর আলোকপাত করাই এবারের থিমের মুখ্য উদ্দেশ্য।


বিশ্বে অধিকসংখ্যক অভিবাসী কর্মী প্রেরণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। সংগত কারণেই বাংলাদেশের কাছে এই দিবসটি পালনের যথেষ্ট গুরুত্ব রয়েছে। তাই নানা আয়োজনে প্রতিবছরই বাংলাদেশ আন্তর্জাতিক অভিবাসী দিবসটি উদযাপন করে থাকে। এ উপলক্ষে বাংলাদেশ সরকার যেমন কর্মসূচি গ্রহণ করে, তেমনি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও সভা-সমাবেশের আয়োজন করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us