পশ্চিমবঙ্গের সিনেমায় একসময়ের হিট জুটি দেব ও শুভশ্রী। তাদের জুটির ছবি মানেই একটি ব্লকবাস্টার হিট সিনেমা। অনস্ক্রিনে দারুণ জমজমাট ছিল তাদের কেমিস্ট্রি। তার আঁচ লেগেছিল ব্যক্তিজীবনেও। মন দিয়ে ফেলেছিলেন একে-অপরকে।
এরপর বহুবছর প্রেম করার পর হঠাৎ বিচ্ছেদ। তাদের হৃদয় ভাঙ্গার সঙ্গে সঙ্গে ভক্তদেরও মন ভাঙ্গে। কলকাতার সিনেমার নির্মাতা-প্রযোজকদেরও ব্যবসার বিরাট একটা জুটি ভেঙ্গেছিল। এরপর থেকে যে কোনো পরিস্থিতিতে মুখোমুখি হওয়া থেকে এড়িয়ে গিয়েছেন একে-অপরকে। শুভশ্রী বিয়ে করেছেন পরিচালক রাজ চক্রবর্তীকে। আর দেব মজে আছেন রুক্মিণীর প্রেমে। দেব-শুভশ্রীকে আর কখনো দেখা যাবে একসঙ্গে, সেই উত্তর জানা নেই।