অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার বহর অনেক: বজলুর রশীদ

প্রথম আলো প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৪, ১৭:৩২

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার বহর অনেক বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ। আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর আগমুহূর্তে স্মৃতিসৌধ চত্বরে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


অন্তর্বর্তী সরকারের চার মাসের মূল্যায়ন জানতে চাওয়া হলে বজলুর রশীদ ফিরোজ বলেন, ‘এই সরকারের অগ্রাধিকার দেওয়া দরকার ছিল জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচারে, সেটির এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা দেখি না। আহত-নিহত ব্যক্তিদের তালিকা করে তাঁদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের সেই কাজেও দৃশ্যমান তেমন কোনো অগ্রগতি নেই। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেটি নিয়ন্ত্রণ করতে পারছে না। সিন্ডিকেট, সেগুলো ভাঙতে পারেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি, সেটাও নিয়ন্ত্রণে আনতে পারেনি। এগুলো অনেকগুলো ব্যর্থতা আছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us