ব্যাংকে নিয়োগের বয়সসীমা এখন ৩২ বছর

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৪, ১১:১৮

সরকারি চাকরিতে ঢোকার বয়সসীমার সঙ্গে সামঞ্জস্য রেখে সব ব্যাংকে কর্মকর্তা-কর্মচারীদের সরাসরি নিয়োগের বয়সসীমা বাড়িয়ে ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।


বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে সরাসরি নিয়োগের ক্ষেত্রে এ নির্দেশনা দিয়েছে। আগে এ বয়সসীমা ছিল ৩০ বছর।


বাংলাদেশ ব্যাংক বলেছে, গত ১৮ নভেম্বর সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল করপোরেশনসহ স্বশাসিত সংস্থাগুলোতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছরের পরিবর্তে ৩২ বছর নির্ধারণ করে অধ্যাদেশ জারি করা হয়।


“এই অধ্যাদেশের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকে সরাসরি নিয়োগের ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছরের পরিবর্তে ৩২ বছর নির্ধারণ করার জন্য নির্দেশনা দেওয়া হল।”


ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ অনুযায়ী এ নির্দেশনা দেওয়ার কথা বলেছে বাংলাদেশ ব্যাংক, যা অবিলম্বে কার্যকর হবে।


সরকারি চাকরিপ্রত্যাশীরা প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে গত এক যুগ ধরে বিভিন্ন সময়ে রাজপথে নামেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে তা আলোর মুখ দেখেনি।


এর মধ্যে ছাত্র-জনতার আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর এ দাবি জোরালো হয়। এ নিয়ে আন্দোলনের মধ্যে ২৪ অক্টোবর চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩২ বছর করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। তবে আন্দোলনকারীরা তা ৩৫ বছর করার দাবিতে কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত বহাল রাখে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us