মুক্তির অপেক্ষায় রাজ চক্রবর্তী পরিচালিত টালিউড ছবি ‘সন্তান’। বাবা-ছেলের সম্পর্কের টানাপোড়েনই এই ছবির মূল উপজীব্য। যেখানে বাবার চরিত্রে দেখা যাবে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। ছেলের ভূমিকায় টালিউড অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। ইতোমধ্যে বাবা-ছেলের দ্বৈরথের ঝলক প্রকাশ্যে এসেছে।
গত পূজায় মুক্তি পেয়েছিল মিঠুনের ‘শাস্ত্রী’। তার দুই মাসের ব্যবধানে নতুন ছবি ‘সন্তান’ নিয়ে আসছেন অভিনেতা। প্রথমবার রাজের পরিচালনায় বড়পর্দায় মিঠুন। এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হন বর্ষীয়ান এই অভিনেতা। সেখানে আক্ষেপের সুরে জানান, বয়স্করা দিন দিন একা হয়ে যাচ্ছে তথা আমাদের কাছে বাবা-মা ‘বোঝা’ হয়ে গেছে।
তবে ব্যক্তিগত জীবনে আত্মবিশ্বাসী চার সন্তানের বাবা মিঠুন চক্রবর্তী। তিন পুত্র (মিমো, উষ্মে, নমশি) সন্তানের বাবা-মা মিঠুন-যোগিতা দম্পতি। সঙ্গে রয়েছে তাদের দত্তক কন্যা দিশানি, যিনি মিঠুনের নয়নের মণ।