সামাজিক বা কাজের প্রয়োজনে অনেকেই নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বৃদ্ধির কারণে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটিতে প্রতারণা ও জালিয়াতির ঘটনা বেড়েই চলেছে। কয়েকদিন আগেই সিবিআই জানিয়েছে, অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে ১১৭ কোটি টাকা হারিয়েছেন নেটিজেনরা। এরইমধ্যে হোয়াটসঅ্যাপে একটি জাল অ্যাপ ডাউনলোড করে ৪ কোটিরও বেশি টাকা খোয়ালেন কেরেলার এক তরুণ।
জানা গেছে, ওই তরুণ কেরেলা রাজ্যের ত্রিপুনিথুরার বাসিন্দা। তার হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসে। সেখানে টোপ দেয়া হয় সহজে বিনিয়োগে বিপুল রিটার্নের। এমন টোপ তিনি গিলেও ফেলেন। মেসেজে দেয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে ফেলেন একটি অ্যাপ। তার পর সেখানে বিনিয়োগ করা শুরু করে দেন।