ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী রোববার মিট দ্য প্রেস অনুষ্ঠানে ছাত্র-জনতার আন্দোলনে নিহতের ঘটনায় মামলা নিয়ে বাণিজ্য হচ্ছে বলে মন্তব্য করেছেন। ওই সব মামলায় আসামি হলেই গ্রেপ্তার কিংবা বাসায় বাসায় গিয়ে হয়রানি করা যাবে না বলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের হুঁশিয়ার করে দিয়েছেন।
৫ আগস্টের ছাত্র–জনতার অভ্যুত্থানের পর এক নৈরাজ্যকর পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার দেশের শাসনভার গ্রহণ করে। সেই সময়ে এ ধরনের মামলা–বাণিজ্য হওয়ার ঘটনা অস্বাভাবিক ছিল না। পুলিশ বাহিনী প্রায় নিষ্ক্রিয় ছিল। বিভিন্ন স্থানে জনহেনস্তাও চলছিল। কিন্তু চার মাস পরও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিংবা দেদার মামলা–বাণিজ্য চলতে দেওয়া যায় না।