শ্রীলঙ্কার বিপক্ষে গেবেখা টেস্টের প্রথম ইনিংসে ৭ উইকেটে ২৬৯ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। দিনের শুরুতে দলকে ওই রানে রেখেই আউট হন কেশভ মহারাজ। অষ্টম উইকেট পতনের পর ৩০০ ছোঁয়াও কঠিন হয়ে গিয়েছিল প্রোটিয়াদের।
সেখান থেকে কাইল ভেরেইনার দুর্দান্ত প্রতিরোধ। লোয়ার অর্ডারের শেষ দুই সঙ্গীকে নিয়ে আরও ৮৯ রান যোগ করেছেন ভেরেইনা। তিনি তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা করেছে ৩৫৮।