ভিয়েতনামে আবাসন খাতের ধনকুবের ট্রুং মি লানের মৃত্যুদণ্ড বহাল রেখেছে দেশটির আদালত। আজ মঙ্গলবার লানের আপিল আবেদনটি খারিজ করে দেওয়া হয়। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমসূত্রে এমন তথ্য জানা গেছে।
আবাসন কোম্পানি ভান থিন ফাত হোল্ডিংস গ্রুপের চেয়ারপারসন লান। গত এপ্রিলে ১ হাজার ২০০ কোটি ডলার পরিমাণ অর্থ আত্মসাৎ ও ঘুষগ্রহণের মামলায় দোষী সাব্যস্ত করে এ নারী ধনকুবেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এটিকে ভিয়েতনামের ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক জালিয়াতিসংক্রান্ত মামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ভিয়েতনামের সংবাদপত্র ভিএনএক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলীয় হো চি মিন সিটির দ্য হাই পিপলস কোর্ট লানের মৃত্যুদণ্ড বহাল রাখার ব্যাপারে অনড়। আদালত মনে করেন, মৃত্যুদণ্ডের সাজা কমানোর কোনো যৌক্তিকতা নেই।