সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্লুস্কাই এরই মধ্যে সবার কাছে পরিচিত। এক্সের প্রতিদ্বন্দ্বী এই অ্যাপে দিন দিন ব্যবহারকারী বেড়েই চলেছে। প্ল্যাটফর্মটি ২০১৯ সালে চালু হয়েছে। তবে সম্প্রতি এটি আলোচনায় উঠে এসেছে।
মাত্র কয়েক দিনেই যার নতুন ইউজ়ার মিলিয়ন ছাড়িয়েছে। সব মিলিয়ে ব্লু স্কাইয়ের ইউজার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় দেড় কোটি। সম্প্রতি এক্স ছেড়ে সবাই অন্য একটি প্ল্যাটফর্মে ভিড় করছেন এমনই জানা গেছে। বিশেষ করে আমেরিকার নির্বাচনে ট্রাম্প জেতার পরই নাকি দলে দলে মানুষ ইলন মাস্কের এক্স ছেড়ে যাচ্ছেন। শুধু এক্স ছাড়ছেন তাই নয় এর প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম ব্লুস্কাইতে যোগ দিচ্ছে।