২০২০ সালের গানের মডেল হতে গিয়েই পরিচয় ও সম্পর্ক তৈরি হয় চিত্রনায়িকা আঁচল আর তরুণ গায়ক সৈয়দ অমির। তারপর শিল্পীর একেবারে জীবনের ‘মডেল’ হয়ে যান এই নায়িকা। ২০২১ সালে বিয়ে করেন দুজন। তারপর অমির প্রকাশিত সব গানেই মডেল হিসেবে দেখা গেছে আঁচলকে।
চলতি বছরের জানুয়ারিতে সৈয়দ অমির গাওয়া ‘মাতাল’ গানের ভিডিওতে ভিন্ন লুকে হাজির হয়ে প্রশংসা কুড়িয়ে ছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা আঁচল আঁখি। গানটি প্রকাশ্যে আসতেই দর্শক লুফে নেয়। ১০ মাসে গানটির ভিউ ২০ মিলিয়ন। এরপর এই জুটিকে আরও বেশকিছু গান-ভিডিওতে দেখা যায়।