ভারতে মসজিদ–মন্দির ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। সেই বিতর্কে জড়িয়ে গেছে সদ্য সাবেক প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নাম। দেশে নতুন করে মসজিদ–মন্দির বিতর্কে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির জন্য সরাসরি দায়ী করা হচ্ছে তাঁকে।
মসজিদ বা দরগাহর নিচে মন্দির থাকার ‘নিদর্শন’ খুঁজতে সমীক্ষা বা জরিপের অনুমতিদান এবং সে কারণে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির জন্য চন্দ্রচূড়কে দায়ী করে বলা হচ্ছে, তিনিই ‘প্যান্ডোরার বাক্স’ খুলে দিয়েছেন। বারানসিতে মন্দির ভেঙে জ্ঞানবাপি মসজিদ তৈরি হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে এলাহাবাদ হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, ১৯৯১ সালে তৈরি ধর্মস্থান আইনের নিরিখে প্রধান বিচারপতি হিসেবে চন্দ্রচূড় তা খারিজ করে দিতে পারতেন। অথচ তা তিনি তো করেনইনি, বরং আস্থার যুক্তি দেখিয়ে সেখানে তিনি পূজার্চনারও ছাড়পত্র দিয়েছিলেন।