সাপ প্রাণীটিকে অনেকেই বেশ ভয় পান। বিশেষ করে নারীদের মধ্যে সাপভীতিটা তুলনামূলক বেশি। আপনি যদি ওই দলে পড়েন তাহলে অস্ট্রেলিয়ার এক নারীকে যে বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল শুনলে নিঃসন্দেহ চমকে উঠবেন। মেলবোর্নের বাইরে একটি সড়কে ৮০ কিলোমিটার গতিতে গাড়ি চালানোর সময় ওই নারী গাড়ির ভেতরে আবিষ্কার করেন ভয়ংকর বিষধর একটি টাইগার স্নেক। তারপর?
গত শনিবার মনাশ ফ্রিওয়ের পাশে একটি নারী গাড়ি থামানোর চেষ্টা করছেন বলে খবর পায় পুলিশ। সাহায্যে এগিয়ে আসে তারা। নারীটি পুলিশকে জানান, তিনি ৮০ কিলোমিটার গতিতে গাড়ি চালাচ্ছিলেন। এ সময় তার পায়ের ওপর কিছু অনুভব করেন। নিচে তাকিয়ে দেখেন একটি টাইগার স্নেক পা বেয়ে উঠছে। এখানে জানিয়ে রাখা ভালো টাইগার স্নেক বিশ্বের অন্যতম বিষাক্ত সাপ।
ভিক্টোরিয়া পুলিশের এক বিবৃতির সূত্রে এসব তথ্য নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।