চিকেন পক্স
চিকেনপক্স একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ, যা ভ্যারিসেলা জোস্টার নামের ভাইরাসের মাধ্যমে সংক্রমণ হয়ে থাকে। ভাইরাসটি শ্বাসনালি সংক্রমিত করে রক্তে প্রবেশ করে এবং ত্বকে গিয়ে ফুসকুড়ি তৈরি করে। এটি বায়ুবাহিত রোগ। হাঁচি-কাশির মাধ্যমে এর জীবাণু বাতাসে ছড়ায়। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গেলেও এটি ছড়াতে পারে। অত্যধিক ছোঁয়াচে হওয়ার কারণে অধিকাংশ মানুষ শৈশব বা কৈশোরেই এতে আক্রান্ত হয়ে থাকে। সাধারণত জলবসন্তে আক্রান্ত হলে শরীরে এ রোগের বিরুদ্ধে এক ধরনের প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, যা পুনরায় আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটা কমিয়ে দেয়। যারা কখনো আক্রান্ত হয়নি, তাদের ক্ষেত্রে এতে আক্রান্ত হওয়ার ঝুঁকি কিছুটা বেশি থাকে।