পনেরই অগাস্ট জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি ঘোষণা করে দেড় দশক আগে হাই কোর্টের দেওয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ সরকারের করা লিভ টু আপিল মঞ্জুর করে রোববার এ আদেশ দেয়।
রাষ্ট্রপক্ষে আপিল আবেদনের শুনানি করেন অতিরিক্ত অ্যটর্নি জেনারেল অনীক আর হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ২০০৮ সালের হাই কোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে সরকার লিভ টু আপিল করেছিল। সেটা মঞ্জুর করে রায়টি স্থগিত করেছে আপিল বিভাগ।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।